তিস্তায় পানি বৃদ্ধি  চরাঞ্চলে আবাদের ক্ষতি

তিস্তার ডালিয়া ব্যারেজের উজানে ভারত এবং বাংলাদেশ অংশে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে। এতে তিস্তা অববাহিকার চরাঞ্চলের উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে। তিন দিনে ৮৩ সেন্টিমিটার পানি বৃদ্ধির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 
পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী মো: আহসান হাবীব জানিয়েছেন, গত তিন দিনে তিস্তায় ৮৩ সেন্টিমিটার বা আড়াইফুট পানি বেড়েছে। তবে পানি বিপৎসসীমার অনেকে নিচে রয়েছে। আর কোনো বৃষ্টিপাত না হলে দুই থেকে তিন দিনের মধ্যে পানি নেমে যাবে। 
পানি বৃদ্ধিতে তিস্তা অববাহিকার নীলফামারীর জলঢাকা, ডোমার, লালমনিরহাটের পাটগ্রাম, হাতিবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী, সদর, কুড়িগ্রামের রাজারহাট, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের নিচু এলাকায় আবাদ করা ভুট্রা, বাদাম, মিষ্টিকুমড়া, লাউসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এতে কৃষকরা শঙ্কিত হয়ে উঠেছেন। 
গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, পানি বৃদ্ধির ফলে আমার ইউনিয়নের চরাঞ্চলের অনেক ভুট্রা, লাউ, মিষ্টিকুমড়া, বাদামক্ষেত পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে না গেলে কৃষকরা ক্ষতির মুখে পড়বে। আমি ক্ষতিগ্রস্ত অনেক এলাকা পরিদর্শন করেছি। 
রংপুর আবহাওয়া অফিসের সহকারী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, গত ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল দুপুর পর্যন্ত রংপুর অঞ্চলে ২৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

2022-04-09 16:26:52

2022-04-09 06:26:52

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *