তালেবান বন্দিদের মুক্তির ক্ষেত্রে শর্ত দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। আমেরিকা এবং তালেবান সম্মিলিতভাবে কাবুল সরকারকে বন্দী মুক্তির ব্যাপারে যৌথভাবে যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন আশরাফ গণি।
তিনি বলেছেন, তালেবান গোষ্ঠী দেশজুড়ে রক্তপাত এবং সহিংসতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পরও তিনি যদি নতুন করে বন্দীদের মুক্তি দেন তাহলে জনগণ তা মেনে নেবে না।
দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ সফরে গিয়ে আশরাফ গণি আরো বলেন, গত বছর তালেবান গেরিলারা সহিংসতা চালিয়ে দেশের শতকরা ১৬ ভাগ সম্পদ ধ্বংস করেছে। এ অবস্থায় তালেবান গোষ্ঠী আরো বন্দী মুক্তির বিষয়ে যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয়।
আশরাফ গণি বলেন, যদি তালেবান আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে চায় তাহলে তারা কান্দাহারে গিয়ে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসুক। তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তানেন নিরাপত্তা বাহিনী দেশে শান্তি ফিরিয়ে আনবে।
2021-03-04 07:47:07
2021-03-03 20:47:07