এবার জরুরি বৈঠক শেষে প্রয়োজনে তালেবানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আফগানিস্তান সংকট সমাধানে প্রয়োজনে তালেবানের সাথে কাজ করবে ব্রিটেন। এমনটিই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
সম্প্রতি তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে লন্ডনে জরুরী বৈঠকে বসে ব্রিটিশ প্রশাসন। কোবরা কমিটির ওই বৈঠকের পর বরিস জনসন বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে চিরস্থায়ী অঙ্গীকার রয়েছে ব্রিটেনে।
তাই এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। একারণে, প্রয়োজন হলে তালেবানের সাথে কাজ করবে লন্ডন।
এদিকে কাবুল বিমানবন্দর প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গেল ২ দিনে প্রায় ২ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে কাবুল বিমানবন্দর থেকে সরিয়ে নেয়া হবে।
2021-09-13 17:23:01
2021-09-13 07:23:01