আন্তর্জাতিক ডেস্ক: এবার সশস্ত্র গোষ্ঠী তালেবানের বিপুল অঙ্কের অর্থ সচল করার প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এর জন্য গোষ্ঠীকে বেশ কিছু শর্ত মানতে হবে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের পক্ষ থেকে এই প্রস্তাব দেন তিনি।
এরমধ্যের প্রধান শর্ত আগামী ৩১ আগস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরানো সম্ভব না হলে জি-৭ ভুক্ত দেশগুলোর যে সব বাহিনী সেখানে কাজ করছে তাদের অভিযানের সময়সীমা বাড়ানো।
এদিকে নারীদের শিক্ষার সুযোগ প্রদান করার পাশাপাশি আফগানিস্তানকে জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার না করা এবং মাদক চোরাচালান প্রতিহত করতে হবে তালেবানকে। অবশ্য কিছুদিন আগে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, আর আফিম উৎপাদনে যাবে না তারা। গোষ্ঠীটির অর্থ যোগানের অন্যতম উৎস আফিম।
জরুরি ভার্চুয়াল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস বলেন, তালেবান নেতারা শর্ত মেনে নিলে জব্দকৃত তহবিল পুনরায় সচল করার অনুমতি প্রদান করবে জি-৭ এর দেশগুলো। জনসনের এমন প্রস্তাবের বিষয়ে তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
2021-09-01 18:31:25
2021-09-01 08:31:25