এবার আফগানিস্তানে তালেবানের গোষ্ঠীকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি সরকার। আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান দেশটির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিশ্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা আসছে।
আর ঠিক তখনই সৌদি আরব সম্পর্কে এই খবর সামনে আসল। তালেবানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে রিয়াদ। প্রথম দেশ হিসেবে সৌদি আরব তালেবানকে স্বীকৃতি দিয়েছে।
এদিকে সৌদি সরকার জানিয়েছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলো থেকে তাদের কর্মী সরিয়ে নেয়ার কাজ চলছে। রিয়াদ বলছে, সৌদি সরকার আশা করে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আফগান জনগণের প্রতি সমর্থনও ব্যক্ত করছে রিয়াদ। এছাড়া দেশটি ঘটনাবলীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরব।
2021-09-01 18:32:03
2021-09-01 08:32:03