দেশে নির্বাচনের নামে তামাশা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রদান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, এইখানে নির্বাচনের নামে তামাশা হচ্ছে আর সেই তামাশার সাথে বিনোদন যোগাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি এই রকম একটা তামাশা পূর্ণ নির্বাচন করে, আবার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি বাংলাদেশ থেকে শিক্ষা নেয়া দরকার!
জুনায়েদ সাকি বলেন, এই নির্বাচন কমিশনের বিচার হবে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের। যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকারের সাথে তামাশা করছেন মানুষকে অপমান করেছেন সেই দিক থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষের নূন্যতম ভোটের অধিকার নেই। কেবল তাই নয় জীবনের নিরাপত্তা নাই।
তিনি আরও বলেন, সরকার শুধুমাত্র কিছু কিছু পক্ষকে খুশী করার চেষ্টা করছেন। রাষ্ট্রযন্ত্রের অংশীদারদের কাজে লাগিয়ে ভোট চুরি করেছেন গুন্ডাতন্ত্রকে ব্যবহার করে তারা ভোট চুরি করেছেন।
জনগণের জীবন জাহান্নামে যাক এ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই সেটা পরিষ্কার ভাবে প্রমানিত হয়েছে। কাজেই জনগণের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন ঘটানো হবে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00