বলিউড তারকা সানি লিওন ঢাকায় পৌঁছেছেন, নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এ খবর নিশ্চিত করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন।
সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তাঁর পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। ’
মিনিট কয়েক পর আরও একটি ছবি পোস্ট করেন সানি লিওন। সেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে দেখা যাচ্ছে। সানি লিখেছেন, ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।
এর আগে পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় বলিউড অভিনেত্রী সানি লিওনের ভিসা বাতিল হয়েছে, গতকাল জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি সে সময় বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাঁদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তাঁর সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল।
2022-04-09 16:35:02
2022-04-09 06:35:02