ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে গলায় গামছা দিয়ে রাস্তায় নামানো দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এখন বিশ্ববিদ্যালয়গুলো কোনো আইন মানে না। অধ্যাপক মোর্শেদ হাসান খানকে শুধু ভিন্নমত পোষণের জন্য চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এটা তারা পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ল ব্রেকিং। অর্থাৎ আইন ভাঙার বিশ্ববিদ্যালয় বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রিজভী বলেন, আওয়ামী লীগের অনেক শিক্ষক আছেন যাদের নৈতিক স্খলন ঘটনার তদন্ত হয়েছে, তদন্তে সুপারিশ হয়েছে। তারপরেও তাদের চাকরি যায়নি। পিএইচডি-এমফিল গবেষণায় চৌর্যবৃত্তিতে লিপ্ত হয়েছে এরকম অনেক শিক্ষকের চাকরি যায়নি। তারা বহাল তবিয়তে রয়েছে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00