ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত

রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এই গবেষণা করেছে। এই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

গবেষণার জন্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের ২৫টি ওয়ার্ড এবং প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়। জুন থেকে আগস্ট মাসের মধ্যে মোট ১২০টি বাাড়িতে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।

গবেষণা প্রকাশ শীর্ষক আয়োজনে জানানো হয়, ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। অ্যান্টিবডি পরীক্ষায় রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ২৪ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

অনুষ্ঠানে গবেষকরা বলেন, এই গবেষণা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ, রোগীদের চিকিৎসা এবং ভবিষ্যতে ভ্যাক্সিন দেয়ার ক্ষেত্রে কাজে লাগবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *