ঢাকার জ্যামের মধ্যে ক্রিকেট খেলার ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে

মসজিদের শহরের পাশাপাশি রাজধানী ঢাকার আরেক নাম ‘ট্রাফিক জ্যামের শহর’। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকাই এখানে নিয়ম। 
সেই জ্যাম থেকে মুক্তির উপায় না পেয়ে বাস, সিএনজি ও বিভিন্ন গাড়ির যাত্রীরা সময়টা বই পড়ে, গান শুনে বা মুভি দেখে কাজে লাগান। অনেকে ফেসবুকিং বা গেমিংয়ে মনোযোগী হন। 
এবার খবরের শিরোনামে আসার মতো একটি কাজ করলেন এক দল তরুণ। জ্যামে পড়ে সময় কাটাতে রাস্তায় ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন তারা। খেললেন ক্রিকেট। 
ক্রিকেটের প্রতি বাংলাদেশি তরুণদের এই প্রেম হৃদয়ে গেঁথেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর। 
আন্তর্জাতিক গণমাধ্যমটি তরুণদের সেই খেলা আপলোড করেছে । 
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে আটকে থাকা জ্যামের মধ্যেই ফাঁকা জায়গা পেয়ে ক্রিকেট নিয়ে মেতে উঠেন কয়েকজন তরুণ। 
তাদের ব্যাটিং-বোলিং উপভোগ করছিলেন জ্যামে আটকেপড়া বিভিন্ন পরিবহণের যাত্রীরা। ক্রিকেট খেলার সেই মজাদার মুহূর্তের একটি ভিডিও করেন মিরাজ মাহবুব নামে একজন। সেই ভিডিওটি ক্রিকইনফোর কাছে পাঠিয়েও দেন তিনি। 
ক্রিকেটের জনপ্রিয় সাইটটিও সেই ভিডিও তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করেছে। 
ক্যাপশনে লিখেছে— ‘নিশ্চিত ঢাকার মানুষ জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কীভাবে কাজে লাগাতে হয়।’ 
পোস্টের পর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ১৫ ঘণ্টার মধ্যে রিয়েক্ট জমা পড়েছে ৬১ হাজারের বেশি, তিন হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ভিডিওটি ইতোমধ্যে ১০ হাজারের বেশি নেটিজেন শেয়ার করেছেন।

2022-04-09 16:35:27

2022-04-09 06:35:27

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *