পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট ড্রয়ের পথে এগোচ্ছে। চতুর্থ দিন শেষ হয়ে গেলেও এখনো দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি।
পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। বিপরীতে চতুর্থ দিন শেষে অজিদের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ৪৪৯ রান।
স্বাগতিকদের থেকে তারা পিছিয়ে ২৭ রানে। দুই দলের একটি করে ইনিংস এখনো বাকি। তাই অতি নাটকীয় কিছু না ঘটলে এই টেস্ট যে ড্র হচ্ছে সেটা বলাই যায়।
আগের রাতে বৃষ্টি হওয়ায় মাঠ ভেজা ছিল। তাই রবিবার প্রথম সেশন পুরোটাই ভেস্তে যায়। লাঞ্চের পর খেলা শুরু হয়। আগের দিনের ২ উইকেটে ২৭১ রান নিয়ে ব্যাটিং শুরু করে অজিরা।
আগের দিন ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি উসমান খাজা। এদিন সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মারনাস লাবুশেন। ১৫৮ বলে ৯০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ফেরেন তিনি।
৭৮ রানে থেমেছেন স্টিভেন স্মিথ। ক্যামেরুন গ্রিন ২ রানের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। ১০৯ বলে করেন ৪৮ রান। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার নুমান আলি।
১৯৯৮ সালের পর পাকিস্তানের মাটিতে এই প্রথম টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে সমান সংখ্যক ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
2022-04-09 16:35:27
2022-04-09 06:35:27