মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের দায়ে ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চিকে সাখারভ প্রাইজ কমিটি থেকে বাদ দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট।
আল জাজিরার খবরে বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কারের আগে ১৯৯০ সালে সুচিকে সাখারভ পুরস্কার দেয় ইপি। এটি ছিলো মানবাধিকারের পক্ষে লড়াইরতদের জন্য সর্বোচ্চ পুরস্কার। কিন্তু এখন আর এই পুরস্কার জয়ীদের কোন অনুষ্ঠানে সুচি অংশগ্রহণ করতে পারবেন না।
ইপি সূত্র জানায়, পুরস্কারটি প্রত্যাহার সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার থেকে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইপির সবচেয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা এটি।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারীরা তাদের প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে।
তবে মিয়ানমার সরকার এই গণহত্যা ও নিপীড়ন চালানোর কথা অস্বীকার করে আসছে। তারা বলেছে রোহিঙ্গা জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) ডিসেম্বরে দেওয়া এক ভাষণে সু চি গণহত্যায় অভিযুক্ত মিয়ানমার সেনাবাহিনীর প্রতি সমর্থন জানান। তার দেওয়া আধা ঘণ্টার ভাষণে ৩ হাজার ৩৩৭৯ টি শব্দ থাকলেও একবারও তিনি রোহিঙ্গা উচ্চারণ করেননি। সমালোচকরা বলছেন, সুচির এই প্রত্যাখ্যান মিয়ানমারে রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার খর্বের অংশ।
2021-05-04 18:24:24
0000-00-00 00:00:00