ডিসেম্বরে বাংলাদেশে হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্কঃ আগামী ডিসেম্বরে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টটি চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।

বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী বলেছেন, ‘করোনার কারণে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের আসরটি নির্ধারিত সময়ে হয়নি। কিন্তু সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে আমরা এটি আয়োজন করব।’

২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে ২৫ জন তরুণ নারী ক্রিকেটারকে নিয়ে কক্সবাজারে অনুশীলন ক্যাম্প আয়োজন করে বিসিবি। আঞ্চলিক টুর্নামেন্টে তারা ভালো পারফরম্যান্স করেছিল। আইসিসি বাংলাদেশকে আয়োজক দেশ হিসেবে ঘোষণার পরপরই এই উদ্যোগ নিয়েছিল বিসিবি।

নাদেল চৌধুরী বলেছেন, ‘বিসিবি সারা দেশে অনূর্ধ্ব-১৭ নারী ট্যালেন্ট হান্ট আয়োজন করার পরিকল্পনা করছে। টুর্নামেন্ট শুরুর আগে আমরা এমন একটি দল গঠন করতে চান যারা দেশের সুনাম বয়ে আনতে পারে।’

2021-05-04 21:37:14

2021-01-07 05:21:18

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *