ট্রাম্পের বিদায় এবার মোদীরও বিদায় হবে : মেহবুবা মুফতি

ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন। এ বার বিজেপিও যাবে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র নেত্রী মেহবুবা মুফতি। বিহার বিধানসভা নির্বাচনে আসল সমস্যাগুলো তুলে ধরায় মহাজোট – এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে অভিনন্দনও জানিয়েছেন মেহবুবা।

সম্প্রতি বন্দিদশা কাটিয়ে বেরিয়েছেন মেহবুবা মুফতি। মেহবুবার পর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেটা নিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহবুবা মুফতি। সেখানে মেহবুবা বলেন, আমেরিকায় কী হল দেখলেন তো? ট্রাম্প হেরে গিয়েছেন। এ বার বিজেপিও যাবে।

বিহার বিধানসভা নির্বাচন নিয়েও এ দিন মন্তব্য করেন মেহবুবা। সমস্ত বুথফেরত সমীক্ষাই এখনো পর্যন্ত তেজস্বীকে এগিয়ে রেখেছে। সেই নিয়ে মেহবুবা বলেন,‘তেজস্বী যাদবকে অ’ভিনন্দন জানাই। নির্বাচনে আসল সমস্যাগুলো তুলে ধরেছেন উনি। একেবারে সঠিক পথে হেঁটেছেন।’

৩৭০ ধারা তুলে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই একজোট হয়েছে উপত্যকার বিরোধী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি কাশ্মিরে ভারতীয় নাগরিকদের জমি কেনার ছাড়পত্রও দিয়েছে মোদি সরকার। সে নিয়েও এ দিন মুখ খোলেন মেহবুবা। মেহবুবা বলেন,‘আমাদের সম্পদ নিলামে তোলা হচ্ছে। কাশ্মিরি পণ্ডিতদের কথাই ভাবুন। তাদেরকেও তো অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু গোটা উপত্যকাকেই নিলামে তুলে দিয়েছে তারা।’

কেন্দ্রের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন মেহবুবা। মেহবুবা বলেন,‘তেরঙ্গার মর্যাদা রক্ষায় হাজার হাজার কাশ্মিরিও প্রাণ বিসর্জন দিয়েছেন। ৩৭০ ধারার সঙ্গে হিন্দু-মুসলিম সংশ্লিষ্টতা নেই। কাশ্মিরি পরিচয় রক্ষা করতেই সেটি আনা হয়েছিল। তা তুলে নেয়ায় উপত্যকার মানুষ এখন ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। ওরা শুধু ৩৭০ ধারা খর্বই করেনি, আম্বেদকারের সংবিধানেরও চরম অবমাননা করেছে।’

2021-05-04 19:26:55

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *