ট্রাম্পের অস্ট্রেলিয়া কেলেঙ্কারি ফাঁস

ইউক্রেন কাণ্ডের জেরে এই মুহূর্তে তদন্তের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ প্রমাণিত হলে অভিশংসনের শিকার হতে পারেন তিনি। এর মাঝেই সামনে এলো তার অস্ট্রেলিয়া কেলেঙ্কারি।

এবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অজ্ঞাত দুই মার্কিন কর্মকর্তা।

তারা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেনস্কির সঙ্গে গোপন ফোনালাপের মতোই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সাম্প্রতিক ওই ফোনালাপে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ বিষয়ে তদন্তকারী রবার্ট মুলারের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে সহযোগিতা করতে তাকে অনুরোধ করেন।

ট্রাম্পের উদ্দেশ্য ছিল, মুলারের তদন্তকে প্রশ্নবিদ্ধ করা। অভিযোগ উঠেছে, এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প। সোমবার এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস। ইউক্রেন কেলেঙ্কারিতে ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী ডেমোক্র্যাটরা।

ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্কিফের নেতৃত্বাধীন কংগ্রেস গোয়েন্দা কমিটি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেবেন। এদের মধ্যে তথ্য ফাঁসকারী গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। সোমবারই ট্রাম্পের আইনজীবী রুডি গুইলিয়ানিকে শুনানির জন্য কংগ্রেস কমিটিতে তলব করা হয়েছে।

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া কেলেঙ্কারি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত আরও কঠোর হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এএফপি জানায়, হোয়াইট হাউস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ফোনালাপের নথি লুকাতে ব্যাপক তৎপরতা শুরু করেছে।

ঠিক যেভাবে তারা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ লুকানোর চেষ্টা করেছিল।

2021-05-02 18:25:44 2021-05-03 01:25:44
Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *