আজ বুধবার (১ সেপ্টেম্বর) লাইভে এসে তামিম বলেন, কিছুক্ষণ আগে বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট পাপন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর তাই এবার আপনাদেরও বিষয়টা জানাতে চাই। হয়ত আমি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছি না।
তিনি আরও বলেন, আমি খেলার জন্য পুরোপুরি ফিট না। তাই এ অবস্থায় আমি মনে করি যে, আমাকে বাদ দিয়েই চিন্তা করা উচিত।
এ সময় বিশ্বসেরা এ ব্যাটসম্যান বলেন, দলের নতুনরা অনেক ভালো খেলছে। তাদেরকেই সুযোগ দেওয়া উচিত বলে মনে করি।
তামিম বলেন, আমি চাই কেউ আমাকে এ বিষয়ে আর কোনো কিছু জিজ্ঞেস না করুক। আমি নিজের প্রাইভেসি নিয়ে থাকতে চাই। আমাকে যেন কেউ হোয়াটঅ্যাপ, ফোনে কেউ নক না দেয়।
2021-09-13 17:13:50
2021-09-13 07:13:50