আগামী জানুয়ারির শেষের দিকে অনুষ্ঠেয় টি-টেন লিগের চতুর্থ আসরে ডাক পেলেও, খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ, সেখানে যেতে বোর্ডের পক্ষ থেকে অনুমতিপত্র (এনওসি) মিলছে না তাদের।
জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়রা যখন বাংলাদেশে অবস্থান করবে, সে সময়ই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টেন লিগ।
২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ, স্পিন অলরাউন্ডার আফিফ হোসাইন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, শেখ মেহেদী ও নাসির হোসেন। তবে আমিরাতে তাদের খেলার অনুমতি দেয়া প্রসঙ্গে আগের অবস্থানেই বোর্ড।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এখন পর্যন্ত অবস্থা এমন যে, যারা ওই টুর্নামেন্টে ডাক পেয়েছেন, তাদের অধিকাংশই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরিকল্পনায় আছেন। তাই আমি মনে করি, এনওসি দেয়া কঠিন হবে।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00