সদ্যই কোপা আমেরিকার শিরোপাজয়ী দল আর্জেন্টিনা পরাজয়ের স্বাদ কেমন সেটা যেন একরকম ভুলতেই বসেছে। কেননা সব শেষ ২১ ম্যাচের একটিতেও যে পরাজয় নিয়ে মাঠ ছাড়েনি লিওনেল স্কালোনির দল।
এদিকে ২ বছর আগে ২০১৯ সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে ০-২ গোলে পরাজিত হয়েছিলো আর্জেন্টিনা। সেবার শিরোপাও জিতেছিলো সেলেকাওরা।
এরপর থেকে এখন পর্যন্ত খেলা কোন ম্যাচেই পরাজিত হয়নি আর্জেন্টিনা। অপরাজিত থেকেই জিতেছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার শিরোপাও।
কোপা আমেরিকা ২০২১ এর মতো কাতার বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায়ও এখন পর্যন্ত পরাজিত হয়নি আর্জেন্টিনা। আলবেসিলেস্তেদের মতো ব্রাজিলও এবারের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত রয়েছে। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের সবগুলোতেই জয়লাভ করেছে তিতের দল।
2021-09-13 17:28:14
2021-09-13 07:28:14