টানা ১৭ বছর গোল করার অনন্য কীর্তি গড়লেন সুপারস্টার মেসি

অবশেষে গতকাল রাতে নতুন বছরে প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। লিলের বিপক্ষে লিগ ম্যাচে জাল খুঁজে পান এই আর্জেন্টাইন সুপারস্টার। আর এই গোলের মাধ্যমে দারুন একটি কীর্তিও গড়েছেন তিনি। নিজের ক্যারিয়ারে ১৭টি বছর গোলের দেখা পেয়েছেন এই ক্ষুদে জাদুকর। 
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানো মেসির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। কোনভাবেই যেন নিজের চেনা ছন্দে ফিরতে পারছেন না এই ক্ষুদে জাদুকর। বছরের শুরুতে ক’রোনায় আক্রান্ত হওয়ার কারণে মিস করেছেন ক্লাবের কয়েকটি ম্যাচ। সেই সাথে ছিলেন না জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচেও। 
এদিকে সবমিলিয়ে ভুলে যাওয়ার মতো সময়ই বলতে গেলে পার করছিলেন মেসি। এবার সেই মেসিই লিগ ম্যাচে জ্বলে উঠলেন। লিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একটি অ্যাসিস্ট করার পর গোলের দেখাও পেয়েছেন তিনি। 
ম্যাচের ৩১তম মিনিটে কিম্পেম্বেকে দিয়ে গোলটি করান মেসি। এরপর ৩৭তম মিনিটে নিজেই হাজির হন দৃশ্যপটে। এমবাপের কারিকুরি থেকে জটলার মধ্যে হুট করে বল চলে আসে মেসির পায়ে। আলতো ছোঁয়ায় ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলরক্ষকের সামনে চলে আসেন তিনি। 
এরপর আলতো চিপে বল জালে জড়ান মেসি। এই গোলটি করার মাধ্যমে দারুন এক কীর্তি গড়েছেন মেসি। ২০০৫ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত প্রত্যেকটি বছরে গোলের দেখা পেয়েছেন সুপারস্টার মেসি।

2022-04-09 16:36:18

2022-04-09 06:36:18

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *