দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারার পর আজ শেষ ম্যাচে ঐতিহ্যবাহী সেন্ট জর্জ পার্ক বা পোর্ট এলিজাবেথ স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের অন্যতম পুরনো এই স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামবে টাইগাররা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়, সরাসরি দেখা যাবে জিটিভি ও টি-স্পোর্টস চ্যানেলে।
ইতিমধ্যে পোর্ট এলিজাবেথে দমকা হাওয়ার কন্ডিশন জয়ের ম্যাচে টস হেরে বোলিং পেয়েছে বাংলাদেশ। শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিরেছেন তামিম ইকবাল ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের একাদশ- তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
2022-04-07 18:49:07
2022-04-07 18:49:07