ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয় অনেকটাই নিশ্চিত। তবে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। দোদুল্যমান রাজ্য জর্জিয়ার পর পেনসিলভেনিয়া ও নেভাদাতেও ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি।
১৬ ইলেকটোরাল কলেজের রাজ্য জর্জিয়ায় চার হাজার ৩শ ভোটের ব্যবধানে এবং পিতৃভূমি পেনসিলভেনিয়ায় ২৭ হাজার ভোটে ট্রাম্পকে পেছনে ফেলে জয়ের খুব কাছেই এখন বাইডেন। কেবল পেনসিলভেনিয়াতেই রয়েছে ২০ ইলেকটোরাল কলেজ।
নেভাদায় বাইডেন ২২ হাজার ৬শ ভোটে এগিয়ে থাকলেও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে ট্রাম্প। আলাস্কাতেও চলছে গণনা।
৫৩৮ ইলেকটোরাল কলেজের মধ্যে এ পর্যন্ত ২৬৪ টির নিয়ন্ত্রণ ডেমোক্রেট প্রার্থীর। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দখলে ২১৪ টি।
বোমা আতঙ্কে খালি করা হয়েছে ফিলাডেলফিয়ার একটি এলাকা। সিএনএন বলছে, হবু প্রেসিডেন্টের নিরাপত্তা বাড়িয়েছে সিক্রেট সার্ভিস। তার বাড়ি এলাকা ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন।
2021-05-04 19:26:55
0000-00-00 00:00:00