সম্প্রতি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে অনেক গুঞ্জন চলছে। ইউরোপের মিডিয়াগুলো বলছে, রোনালদো জুভেন্টাস ছাড়ছেন। যোগ দিতে পারেন পিএসজি, ম্যানসিটি কিংবা রিয়াল মাদ্রিদে। এই পরিস্থিতিতে মুখ খুললেন রোনালদো।
এদিকে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘সম্প্রতি বিভিন্ন ক্লাবের সঙ্গে আমাকে যুক্ত করার খবর প্রকাশ করা হচ্ছে। কিন্তু কেউ এর সত্যিকারের সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেনি। আমি এখন নীরবতা ভেঙে বলছি যে, মানুষকে আমার নাম নিয়ে মজা করতে দিতে পারি না।
আমি আমার ক্যারিয়ার এবং কাজেই কেবল মনোনিবেশ করছি। আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার জন্য প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। অন্য সব কিছু? বাকি সব শুধু কথাবার্তা।’
তিনি আরও বলেন, ‘একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা খুবই অসম্মানজনক ব্যাপার। আমার ভবিষ্যৎ নিয়ে মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে, তা এই গুজবে জড়িত ক্লাবগুলো, তাদের খেলোয়াড় এবং কর্মীদের জন্যও অসম্মানজনক।’
এদিকে দীর্ঘ পোস্টে রিয়াল মাদ্রিদের প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিয়াল ও তার ভক্তদের সঙ্গে মধুর সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য যে, ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে রোনালদোর।
2021-09-01 18:32:03
2021-09-01 08:32:03