বিশ্বের সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচনের মধ্যে ভারতের বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প। মঙ্গলবার এক টুইটে তিনি বিশ্বের যে মানচিত্র প্রকাশ করেন তাতে জম্মু-কাশ্মীরকে ভারতের বাইরে পাকিস্তানের অংশ হিসেবে দেখা গেছে। এরপরেই বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে।
এমন সময় মানচিত্রটি প্রকাশ করা হয়েছে, যখন ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা তুঙ্গে। অন্যদিকে, কাশ্মীরের সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গেও সীমান্ত উত্তাপ বেশ চড়া।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ওই টুইটে প্রকাশিত ওয়ার্ল্ড ম্যাপে দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশই লাল রংয়ের অর্থাৎ তারা ট্রাম্পের দল রিপাবলিকানদের সমর্থন করছে। শুধু ভারত ও চীন নীল রংয়ের। অর্থাৎ এই দুটি দেশ সমর্থন করছে ডেমোক্র্যাটদের। সেই টুইটেই জম্মু-কাশ্মীর লাল রংয়ের। অর্থাৎ তা ভারতের বাইরের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে।
শুধু জম্মু-কাশ্মীর নয়, উত্তর পূর্বের কিছু অংশও ভারতের বাইরে বলে চিহ্নিত করা হয়েছে। এর আগে বহুবার ভারতের পাশে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের শেষেই মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব বৈঠকের পর জানিয়ে ছিলেন বিশ্বের যে কোন দেশের কাছ থেকে কোন চ্যালেঞ্জের মুখে ভারত পড়লে পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
2021-05-04 19:26:55
0000-00-00 00:00:00