ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দুই টেস্টের চার ইনিংসে মাত্র ৮ রান করেছেন টেস্টের নাম্বার ওয়ান এই ব্যাটসম্যান।
এক সময় স্পিনারদের বিরুদ্ধে দাপট দেখানো স্মিথ চলতি সিরিজে দুইবারই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে সাঝঘরে ফিরেছেন। দ্বিতীয় টেস্ট শেষে ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন স্মিথ নিজেই।
তিনি বলেন, যেভাবে অশ্বিনের বল খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। ওকে চাপে ফেলতে চেয়েছিলাম। উল্টো সে আমাকে চাপে ফেলে দিয়েছে। জীবনে বোধ হয় কোনোদিন কোনো স্পিনারকে আমার বিরুদ্ধে এভাবে শাসন করতে দেয়নি।
তিনি আরও বলেন, আমি নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছি না। আপাতত শুধু ক্রিজে বেশিক্ষণ থাকার চিন্তা করছি। নিজের মধ্যে সেই বিশ্বাসটা ফিরিয়ে এনে দ্রুত স্বাভাবিক খেলা খেলতে হবে।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00