জালিয়াতির অভিযোগ উঠায় পদত্যাগ করল নেদারল্যান্ড সরকার

দেশের শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতি করেছে বলে অভিযোগ ওঠেছিল নেদারল্যান্ডের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। অভিযোগ মাথায় নিয়ে তারা পদত্যাগ করেছেন।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের কাছ থেকে পাওয়া এমন তথ্যই প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, দেশটিতে বর্তমানে হাজার হাজার শিশু তাদের জন্য গঠিত তহবিল থেকে সহযোগীতা না পেয়ে নানা সমস্যায় ভুগছে। তাদের মাঝে অভিবাসী পরিবারের শিশুদের কষ্ট অনেক বেশি হচ্ছে। যার প্রেক্ষিতেই সরকারের এই পদত্যাগ।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট তাদের রাজার কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। তবে সেটার সময় জানানো হয়নি বিবিসির প্রতিবেদনে।

উল্লেখ্য, নেদারল্যান্ড সরকারের ক্ষমতা ছাড়ার ঘটনা এটিই নতুন নয়। ২০০২ সালে দায়িত্ব পালন করতে ব্যর্ততার গ্লানি নিয়ে তখনকার সরকারও পতদ্যাগ করেছিল।

2021-05-04 20:38:19

2021-01-15 05:56:11

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *