জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার প্রয়োজন। জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, সরকার পরিবর্তনের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে। তবেই জনগণের সরকার পাওয়া যাবে। জনগণের সরকার হলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। প্রত্যেক লোকের চাকরি হবে। কেউ অভাবে থাকবে না। ঢাকা শহরে চোখের ছানি অপারেশনের জন্য ৫০ হাজার থেকে এক লাখ টাকা খরচ করতে হবে না। এখন তিন হাজার টাকার অপারেশনে দুই হাজার টাকাই লাভ করা হচ্ছে। 
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুহাম্মদ আমির উদ্দিন প্রমুখ। 
সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সিআরবি আমাদের ফুসফুস। একে ধ্বংস করে দেওয়া হচ্ছে। চট্টগ্রামে অনেক ভালো হাসপাতাল আছে। ডা. রবিউল হোসেন ইম্পেরিয়াল হাসপাতাল তৈরি করেছেন। পৃথিবীর ১০০টি হাসপাতালের তালিকা করলে এই চক্ষু হাসপাতালের নাম আসবে। সিআরবিতে আর হাসপাতাল লাগবে না।

2022-04-09 16:40:21

2022-04-09 06:40:21

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *