জাতীয় সরকার গঠনের দাবি আ স ম রবের

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলো বিনষ্ট করে মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সরকারের অপশাসনের কারণে বাঙালি জাতীয়তাবাদ চরম ঝুঁকিতে পড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সমাজে হিংসা প্রতিহিংসা নিষ্ঠুরতা বিস্তার লাভ করছে।

বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠন, উপজেলা পরিষদ প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রব্যমুল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবীতে জেএসডি ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, শুধু ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমান সরকার বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটোকেই পরিত্যাগ করেছে। এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। এই পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে।

বিদ্যমান সংকট নিরসনের একমাত্র বিকল্প জাতীয় সরকার গঠন করা। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ এক দুর্যোগকালীন সময় অতিক্রম করছে। চাল, ডাল, পেয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে।

2022-04-09 16:39:50

2022-04-09 06:39:50

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *