মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসানসহ এক কোচিং স্টাফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনটি জানা যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয় সাইফ হাসানের। ২১ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে মাত্র ২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন।
আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে সোমবার নমুনা দেন ১৭ জন ক্রিকেটারসহ ৭ জন কোচিং স্টাফ; একদিন পর মঙ্গলবার রিপোর্ট দেয়া হয়। সেই রিপোর্টে পজিটিভ আসে ক্রিকেটার সাইফ হাসান ও জাতীয় দলের ট্রেনার নিক লিওর।
বিষয়টি নিশ্চিত হতে জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফোন দেয়া হলে তিনি জানান, এ ব্যাপারে আমাদের কথা বলা নিষেধ। আপনারা হয়তো কিছু সময় পরেই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা মেইল পেয়ে যাবেন।
এ ব্যাপারে কথা বলা বারণ, আমরা এখনও বিসিবির চিকিৎসকদের কাছ থেকে কোনো রিপোর্ট হাতে পাইনি, রিপোর্ট পেলেই আমাদের মেইল বার্তায় জানিয়ে দেয়া হবে। তবে ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা গেছে তারা দুইজনই নন, করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ছয় সদস্য। তবে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে না জানালে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে কতজন করোনায় আক্রান্ত।
2021-05-04 21:23:09
0000-00-00 00:00:00