জম্মু-কাশ্মীরে সীমান্তে ৪ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে সন্ত্রাসী হামলায় এক আর্মি অফিসারসহ তিন বিএসএফ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন জন নিহত হয়েছেন।

কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

অবৈধ অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সন্ত্রাসীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ বিএসএফের তিন সৈন্য নিহত হয়।

এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিন সন্ত্রাসী নিহত হন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

2021-05-04 19:27:30

0000-00-00 00:00:00

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *