জম্মু–কাশ্মীরে মাইন বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত

 ফের উত্তপ্ত উপত্যকা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ল্যান্ড মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন। নওশেরা-সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। 
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনা টহল দেওয়ার সময় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে এক অফিসার ও একজন সৈনিক নিহত হয়েছেন। আহতদের সেনাবাহিনীর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, দুইজন নিহতের ঘটনা ঘটেছে। তিনজন আহত হয়েছে। 
বার্তা সংস্থা পিটিআই কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেখানে অনুপ্রবেশ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী ল্যান্ডমাইন বসিয়েছে। 
উল্লেখ্য, কাশ্মীরের এই নওশেরা সেক্টরটি পীরপাঞ্জালের রাজৌরি জেলার মধ্যে পড়ে। আর এখানেই বিগত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। পুঞ্চ সেক্টরে এখনও পর্যন্ত তিন সপ্তাহের লড়াইয়ে ৯ জওয়ান ও ২ সেনা সদস্যসহ মোট ১১ জন নিহত হয়েছেন। জওয়ানদের সন্দেহ সেখানে এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে। বিগত ১৮ বছরের ইতিহাসে এটাই জঙ্গিদের সঙ্গে সব থেকে দীর্ঘ লড়াই চলছে দেশটির নিরাপত্তা বাহিনীর।

2022-04-09 16:39:27

2022-04-09 06:39:27

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *