জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে রবীন্দর নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। তিনি নায়েব সুবেদার ছিলেন। রাজৌরি সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) এ ঘটনা ঘটে।
ভরতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। নিয়ন্ত্রণরেখা লাগোয়া অঞ্চলগুলোতেও গুলি ছোঁড়া হয়। ভারতের পক্ষ থেকেও পাল্টা গুলি-মর্টারশেল ছোঁড়া হয়। গোলাগুলির একপর্যায়ে নায়েব সুবেদার রবীন্দর নিহত হন।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- ২০২০ সালে গড়ে প্রতিদিন ১৪ বার করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। বিদায়ী বছরে পাকিস্তানের হামলায় ভারতের ৩৬ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য।
[2/1, 6:40 pm] Jukul Khan: আজ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
নিউজ ডেস্কঃ আজ বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। বিভিন্ন কার্যক্রমের মাধ্যে দিয়ে পালন করা হচ্ছে দিবসটি । জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের কোনও কোনও দেশে।
প্রতিনিয়িত ভয়াবহ ধারণ করছে জনসংখ্যা বৃদ্ধি, অন্য দিকে কোথাও কোথাও আবার সমস্যা হিসাবে দেখা দিচ্ছে জনসংখ্যা হ্রাস পাওয়াটাই। তার মধ্যে দিয়েই পালিত হচ্ছে ‘বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস’।
স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারিভাবে পরিবার পরিকল্পনা কাজ শুরু করলেও পরে তা সরকারি ভাবে পরিচালিত হয়।
পরিবার পরিকল্পনার প্রচেষ্ঠায় বর্তমান প্রেক্ষাপটে দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ছেড়ে দেয়ার হার যেমন আছে তেমনি সক্ষম দম্পতির সংখ্যাও অনেক। ৪জন করে বাড়ছে প্রতিমিনিটে।
এশিয়া মহাদেশে পৃথিবীর মোট জনসংখ্যা ৬০ দশমিক সাত শতাংশ বসবাস করে। এই দেশে প্রায় ১৮ কোটি মানুষ বসবাস করে ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার আয়তনে।
১৯৬১ সালে যেখানে জনসংখ্যা ছিলো তিন কোটির ওপরে সেই জনসংখ্যা এখন বেড়েছে ৫ গুণের বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে জনসংখ্যা ২০ কোটিতে পৌঁছুবে কয়েক বছরের মধ্যেই।
এদেশে ৩ কোটির উপরে জনসংখ্যা ছিলো ১৯৬১ সালে সেখানে ৫ গুনের বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমান পেক্ষাপটে। কয়েক বছরের মধ্যেই ২০ কোটিতে পৌঁছুবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00