কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে। গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।
এদিকে, পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে বলে জানা যায়। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে।
এতে পাকিস্তানের পক্ষে আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ২০ জন। সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। এর আগে গত সপ্তাহেই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।
2021-05-04 20:29:43
0000-00-00 00:00:00