মুনা মুস্তাফাঃ করোনা ভাইরাসের পেনাডেমিকে সৃষ্ট পরিস্থিতিতে জবকিপার ও জবসিকারের পেমেন্ট যা সারা অস্ট্রেলিয়াবাসীর সাপর্টের জন্য বরাদ্দ করা হয়েছিল তা ২০২১ এর মার্চ পর্যন্ত বর্ধিত করার ঘোষনা দেয়া হয়েছে।
এইচ এন্ড আর ব্লকস ডিরেকটর অব টেক্স কমুনিকেসনস্ মার্ক চ্যামপন বলেন এখন জবকিপারর সুবিধা পেতে একজন ব্যক্তিকে মার্চ ২০২০ তে এমপ্লয়েড হবার বদলে ১লা জুলাইয়ে এম্পলয়েড হতে হবে।
আরো যারা জব কিপারে এলিজিবল হবেনঃ
১লা মার্চ এর পরে ও ১লা জুলাইয়র আগে যারা বিজনেস এ জয়েন করেছে।
ক্যাজুয়াল ওয়ার্কার যারা ১লা মার্চ এর পরে ও ১লা জুলাইয়ে লংঙ টাইম ক্যাজুয়াল হিসেবে ইলিজিবল হয়েছেন।
যারা মার্চ ২০২০ এ ১৮ বছরের নিচে ছিলেন কিন্তু জুলাইয়ে ১৮ বছরে পা দিয়েছেন।
যারা ১লা মার্চে অস্ট্রেলিয়ার রেসিডেন্স ছিলেন না কিন্তু ১লা জুলাই অস্ট্রেলিয়ার রেসিডেন্স হয়েছেন।
2021-05-04 20:17:37 0000-00-00 00:00:00