ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ফিরছেন স্টার্ক

দীর্ঘ ছয় বছর পর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলবেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আসন্ন আসরে সিডনি সিক্সার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।

এখনো পর্যন্ত দলটির হয়ে এই টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ২০ উইকেট পেয়েছেন স্টার্ক। এতদিন পর বিগ ব্যাশে ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত তিনি। দর্শকরাও আগ্রহ নিয়ে এই টুর্নামেন্ট দেখবে বলে মনে করেন এই পেসার। তিনি বলেন, আমি দূর থেকে বিগ ব্যাশ দেখেছি। এবার এটার সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্যাপার হবে। এটাই অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেলার জন্য সেরা সময়। আমার মনে হয় সবাই রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্টটি দেখার অপেক্ষা করছে।

এতদিন পর স্টার্কের বিগ ব্যাশে ফেরায় ভূমিকা আছে জাতীয় দলের দুই সতীর্থ স্টিভেন স্মিথ আর জস হ্যাজিলউডের। গত বছর এই দুজনকে বিগ ব্যাশে খেলতে দেখেই অনুপ্রাণিত হন স্টার্ক। তিনি বলেন, আমি গত বছর স্মিথ ও হ্যাজলউডকে এটার সঙ্গে যুক্ত হতে দেখেছি। আমি তখন বিগ ব্যাশের সঙ্গে নিজেকে যুক্ত করার সুযোগ আছে বলে মনে হয়েছে। আমি আমার ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে এই টুর্নামেন্টে ফিরতে মুখিয়ে আছি।

নিজের স্ত্রীর সঙ্গে একই দলে খেলা প্রসঙ্গে স্টার্ক বলেন, পাঁচ মৌসুম পর সিক্সার্সের হয়ে ফিরতে পারাটা দারুণ ব্যাপার। আমি বিগ ব্যাশের প্রথম সিজন থেকে খেলেছি, সেই যাত্রাটা চলমান রাখতে পারা দারুণ ব্যাপার। সিক্সার্সে আমার স্ত্রীও আছে।

লম্বা সময় পর ফিরলেও পুরো বিগ ব্যাশ খেলো হবে না স্টার্কের। কেননা বিগ ব্যাশ চলাকালীন ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে অজিদের। তবে সিরিজ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে স্টার্কের সামনে।

আগামী ১৯ জানুয়ারি শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এর তিনদিন পরই সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ রয়েছে সিক্সার্সের। আর আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের চলতি বছরের আসর।

2021-05-04 20:30:51

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *