কিংস্লে কোমানের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ৫৯ মিনিটে তার করা গোলটিই পিএসজির বিপক্ষে ব্যবধান গড়ে দেয়া বায়ার্নকে।
এবার ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ।
বাংলাদেশ সময় রাত ১টায় লিসবনের স্তাদিও দা লুজ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচ জমে উঠে আক্রমণ-পাল্টা আক্রমণে।
প্রথমার্ধে গোল মিস করে দুই দলই। তবে বল দখলে রাখার ক্ষেত্রে শুরু থেকেই এগিয়ে ছিল বায়ার্ন। মিস করলেও খেলার ৫৯ মিনিটে গিয়ে কাঙ্ক্ষিত গোলটি পায় বায়ার্ন।
2021-05-04 21:17:23
0000-00-00 00:00:00