আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শ্যানশি প্রদেশে ভয়াবহ বন্যায় ১৭ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে মুষলধারে বৃষ্টির ফলে প্রদেশের ৭০ টিরও বেশি জেলা ও শহরের অনেক বাড়িঘর ভেঙে পড়ে এবং ভূমিধস হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। হেনান প্রদেশে ৩০০ মানুষ মারা যাওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে এখানে বন্যা শুরু হলো।
চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভারী এবং দীর্ঘ বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। শ্যানশিতে বেশ কয়েকটি প্রাচীন স্থাপত্য কীর্তি রয়েছে যা বৃষ্টিপাতের কারণে গুরুতর ঝুঁকিতে রয়েছে।
এক লাখ ২০ হাজারেও বেশি লোককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। এবং সরিয়ে নিয়ে পুনর্বাসিত করা হয়েছে। শ্যানশি প্রদেশজুড়ে ১৭ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে। রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, প্রদেশটিতে ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে অন্যান্য হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা। এতে আরও বলা হয়েছে, শ্যানশির বন্যা হেনানের চেয়েও মারাত্মক হতে পারে।
শ্যানশির প্রাদেশিক রাজধানী তাইয়ুয়ানে গত সপ্তাহে প্রায় ১৮৫ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত শহরটিতে অক্টোবরের গড় বৃষ্টিপাত মাত্র ২৫ মিলিমিটার।
2022-04-09 16:40:21
2022-04-09 06:40:21