চাপের মুখে অস্ট্রেলিয়ান সরকার

মুনা মুস্তাফা : করোনা মহামারীতে অষ্ট্রেলীয়ার জব সিকারের পেমেন্ট কমানোর সিদ্ধান্তের ক্ষেত্রে ফেডারেল গর্ভমেন্টের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

নিউ ষ্টার্ট নামের যে ওয়েলফেয়ার পেমেন্ট $ ৫৫০ শুরু করেছিলো মার্চে সেটি ছিলো মূলত করোনা ভাইরাসে সাপ্লিমেন্ট। এই টেম্পোরারি সাপ্লিমেন্টের থেকে $ ২৫০ কমানোর কথা ২৫ সেপ্টেম্বর থেকে। ক্রিটিকস এর ভাষ্য মতে এই মুহূর্তে জব সিকারের এই সাপোর্ট কমিয়ে ফেলা আসলে মোটেই সমীচীন হবেনা।

অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ সোস্যাল সার্ভিসের ড : কাসেনড্রা কোলডি বলেন এই সাপ্লিমেন্টের পেমেন্ট এখন কমিয়ে দিলে তা ইকোনমিতে নেতিবাচক প্রভাব ফেলবে কারন তখন মানুষের হাতে খরচ করার মত যথেষ্ট অর্থ থাকবে না।

2021-05-04 18:22:17

0000-00-00 00:00:00

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *