চলে গেলেন রনাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা

এম এ হাছান: আজ সিডনির স্থানীয় সময় সকাল ৬:৪৫ টায় নিজ বাড়ীতে চলে গেলেন বীর মুক্তিযাদ্ধা হুমায়ন কবির খান (ইন্না লিল্লাহ ওইন্না ইলাইহে রাজিউন)। 
মুক্তিযাদ্ধা হুমায়ন কবির খান ছিলেন রণাঙ্গনের বীর যুদ্ধা। সিডনিবাসী আর তাঁর কাছ থেকে শুনতে পারবে না ১৯৭১ সালের সেই ভয়াবহ যুদ্ধের বর্ণনা। মৃত্যুকালে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর, তিনি দুই পুত্র, এক কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন।  
আজ মরহুম হুমায়ন কবির খানের শেষ গোসল ও শেষ দেখা অনুষ্ঠিত হবে ১ঃ৩০ ঘটিকা হতে ৩ঃ৩০ ঘটিকা পর্যন্ত ল্যাকাম্বাস্থ মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রাঙ্গনে। নামাজের জানাজা ও কবরস্থ অনুষ্ঠিত হবে বাদ আসর (৪ঃ৩০-৫ টা) নারেল্যান কবরস্থানে। 

2022-04-09 16:38:01

2022-04-09 06:38:01

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *