চন্দ্রিমা উদ্যানে পুলিস-বিএনপির সংঘর্ষে ২৬ নেতাকর্মী রিমান্ডে

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। এছাড়া ১৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ২৬ জনের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে গতকাল সকাল ১০টা থেকে দলটির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন। এরপর উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। 
জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তখন নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহত হয় পুলিশের কয়েকজন সদস্যও।
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। একদিন পর মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে বুধবার দুটি মামলা করে।
পুলিশের করা মামলায় দলটির ৪০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া শতাধিক বিএনপির নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।

2021-09-01 18:32:03

2021-09-01 08:32:03

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *