গ্রেটার সিডনীর সর্বশেষ করোনা ভাইরাস আপডেট

গ্রেটার সিডনীতে (উলঙ্গণ, সেন্ট্রলকোস্ট, ব্লুমাউন্টেইনসহ) আজ থেকে করোনা ভাইরাসের নিয়মাবলী কিছুটা শীতল হয়েছে। অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য বিভাগের প্রধান ড: কেরি চান্ট জানান আগামী শুক্রবার রাত ১২:০১ টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে-

* হাউজহোল্ডে ছেলেমেয়েসহ সর্বোচ্চ ৩০ জন।
* আউটডোরে সর্বোচ্চ ৫০ জন।
* ফিউনারেল বা বিয়ের পার্টিতে সর্বোচ্চ ৩০০ জন সিটসহ, নাচ-গান নিষিদ্ধ তবে বিয়ের অনুষ্ঠানে ২০ জন পর্যন্ত গ্রহণ করা হবে শর্তসাপেক্ষ (৪ স্কয়ার মিটার দুরত্বে)।
* সব ভেণুগুলোতে অবশ্যই ৪ স্কয়ার মিটার দুরত্ব নিশ্চিত করতে হবে, সবাইকে সিট নির্ধারণ করতে হবে।
* ছোট ভেনুগুলোতে সর্বোচ্চ ২৫ জন।
* খুচরা দোকানগুলোতে মাস্কের বাধ্যবাধকতা নেই।
* পাবলিক পরিবহন, হেয়ার ড্রেসার, গেমব্লিং, বাবুর্চি, হাসপাতাল, বৃদ্দাশ্রমে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

2021-03-14 04:00:31

2021-03-13 17:00:31

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *