গ্যালারিতে অজি তরুণীকে বিয়ের প্রস্তাব

বড় রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। এর মধ্যেই একেবারে ফিল্মি স্টাইলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন ভারতীয় যুবক।

তাতে ‘হ্যাঁ’ বললেন তরুণী। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট দ্বৈরথের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই দৃশ্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে ভালো শুরু করলেও কিছুক্ষণ পরই ধাক্কা খায় ভারত। তারপর ইনিংসের হাল ধরেন বিরাট ও শ্রেয়স।

২১ তম ওভার শুরুর আগে সিডনির ঐতিহাসিক গ্যালারিতে ভারতীয় জার্সি পরে এক যুবক হাঁটু মুড়ে বসে অস্ট্রেলিয়ান বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। যিনি অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন।

তবে দু’দেশের ব্যবধান তাদের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়ায়নি। বরং বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তরুণী। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।

সেই বিয়ের প্রস্তাবের পুরো দৃশ্য বড় পর্দায় ধরা পড়েছে। স্টেডিয়ামে উপস্থিত অন্য দর্শকরাও তা উপভোগ করেন। তরুণী ‘হ্যাঁ’ বলতে তারস্বরে চিৎকার করে ওঠেন তারা। হাততালি দিতে দেখা যায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে।

ধারাভাষ্যকাররা আবার বলেন, কারা বলেছে, ভারত এবং অস্ট্রেলিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ হয়! পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের তরফে টুইটারে বলা হয়, আজ রাতের কি এটাই সবথেকে ঝুঁকিপূর্ণ খেলা ছিল? উনি হ্যাঁ বলেছেন এবং গ্লেন ম্যাক্সওয়েল অনুমোদন দিয়েছেন।

গ্যালারিতে অবশ্য ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ধরা পড়লেও মাঠে বিরাটদের কোনওরকম পাত্তা দেননি স্টিভ স্মিথরা। ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় অজিরা।

2021-03-09 18:34:28

2021-03-09 07:34:28

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *