নিজস্ব সংবাদদাতা: গত শনিবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে ৯ জন। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের বাসুদেব সাহা (৫২), তার স্ত্রী সিবানি সাহা (৪৪) ও ছেলে স্বপ্নিল সাহা (২০) এবং গাড়িচালক আজিজুর ইসলাম (৪৪), ক্ষেতমজুর ফিরোজ মোল্লা (৫৫) ও তার স্ত্রী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের রুমা বেগম (৪০), মোটরসাইকেল চালক ও পিলিয়ন আরোহী দক্ষিণ ফুকরা গ্রামের অনিক রহম বাবু (২৮) ও কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামের ইয়াসমিন আক্তার (১৯) এবং বাস যাত্রী আলতাফ হোসেন খান (৫০)। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।
এছাড়া আরেক সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পুরাবাজারে প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। আহত ১ জন। ভোর ৪ টার দিকে পুরাবাজার এলাকায় এসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে খাদে পড়ে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই জন। আহত জাহিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
2022-05-15 18:15:21
2022-05-15 08:15:21