গুম হওয়া ব্যক্তিদের স্বজনকে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বাসায় বাসায় গিয়ে জেরা, থানায় ডেকে পাঠানো এবং ক্ষেত্রবিশেষে সাদা কাগজে সই নেয়ার মতো ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্রে খবর এসেছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের মঞ্চ ‘মায়ের ডাক’ এবং আইন ও সালিস কেন্দ্র (আসক) পৃথক বিবৃতি দিয়েছে।
ভুক্তভোগীদের একটি পরিবার রাজধানীর বাসাবোর আহাম্মদনগরে থাকে। এ পরিবারের ছেলে সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে নিখোঁজ। মাহবুবের ছোট ভাই শাকিল খান একটি সংবাদমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারি সবুজবাগ থানা থেকে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি সব কাগজপত্রসহ থানায় যাওয়ার পর পুলিশ সদস্যরা ফের তার সাথে বাসায় আসেন। তাদের বাবা আবদুল জলিল খান ছেলে গুম হওয়ার পর সাধারণ ডায়েরি করায় তার সাথে কথা বলা জরুরি বলে জানায় পুলিশ।
বাসায় গিয়ে পুলিশ সদস্যরা একটি বিবৃতিতে তাদের ৭৫ বছর বয়সী বাবার কাছ থেকে জোর করে সই নেয়ার চেষ্টা করে। আবদুল জলিল সই দিতে অস্বীকৃতি জানালে সাত-আটজন পুলিশ সদস্য তাকে থানায় নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেন। অবশেষে রাত ১১টার কিছু পরে পুলিশ তাদের বাসা থেকে চলে যায়। তবে সবুজবাগ থানার ওসি মুরাদুল ইসলাম ওই সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযোগ সত্য নয়। এমনিই আমরা মাহবুব হোসেনের ভাইকে ডেকেছিলাম। অনেক দিন ধরে নিখোঁজ, আমরা তো খোঁজখবর নিতেই পারি।’
2022-04-09 16:36:52
2022-04-09 06:36:52