গাড়ী চালানোর সময় মোবাইল ব্যবহার করছেন?

মুনা মোস্তাফাঃ নিউ সাউথ ওয়ালসে হাই ডেফিনেসন মোবাইল ফোন ডিটেকসন ক্যামেরা ২০১৯ সাল থেকে পরীক্ষামূলকভাবে চলছে যেটি এ পর্যন্ত প্রায় ১০০,০০০ এরও বেশী ড্রাইভারদের ক্যাপচার করতে সমর্থ্য হয়েছে যারা গাড়ি ড্রাইভিংয়ের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার অথবা মোবাইলে মেসেজ প্রদান করেছিলো।

এই অত্যাধুনিক ক্যামেরাটি গড়ে প্রতি ১২ মিনিট অন্তর অন্তর একজন মোবাইল ফোন ব্যবহারকারী ড্রাইভারকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। কোন ড্রাইভারকে মোবাইল ফোন ব্যবহার করার সময় ক্যামেরা সনাক্ত করলে তাকে তাৎক্ষণিক $৩৪৪ ও স্কুল জোনে $৪৫৭ ফাইন করা হবে সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর লাইসেন্স থেকে ৫ পয়েন্টস কাটা যাবে।

এম ফোরের ক্লুনিস রস স্ট্রিটে অবস্হিত এই ক্যামেরাটি মার্চ থেকে জুনের মধ্যে ১৪০০ ড্রাইভারকে ১২মিনিট পর পর সনাক্ত করতে সক্ষম হয়েছে যা রেভিনিউতে ৬.৪ মিলিয়ন ডলার যোগ করেছে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *