গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ৪৬০ জন নেতাকে আসামি করা হয়েছে

রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদক সহ মোট ৪৬০ জনকে আসামি করে ১০টি মামলা করা হয়েছে।

মামলাগুলোয় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০টি বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের ধরতে বেশিরভাগকে এরই মধ্যে শনাক্তের দাবি পুলিশের।

ডিএমপির সবশেষ তথ্য অনুযায়ী প্রায় সাড়ে চারশ জনকে আসামি করে ৯টি মামলা হয়েছে। ভাটারা থানার একটি মামলায় সর্বোচ্চ ৯৫ জনকে আসামি করা হয়েছে। মতিঝিল থানায় দুই মামলায় আসামি করা হয়েছে ৮৫ জনকে। শাহবাগ ও পল্টন থানার চারটি মামলায় আসামি করা হয়েছে ১৪৯ জনকে। সর্বোচ্চ ৯ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

ডিএমপি মিডিয়া শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, নির্বাচনটা নির্বিঘ্নভাবে সংঘটিত হয়েছে। সেখানে মানুষের দৃষ্টিকে অন্য দিকে সরানোর চেষ্টা করেছে। শহরে জনমনে আতংক সৃষ্টি করার চেষ্টা করেছে।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *