গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলীয়াতে করোনা রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি, সিডনির নর্দার্ণ বিচ এলাকা রেড এলার্ড জারি

অষ্ট্রেলীয়ার স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে গত ২৪ ঘন্টায় অষ্ট্রেলীয়াতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ জন। নিউ সাউথ ওয়ালসে ১৯ জন, ভিক্টোরিয়াতে ৮ জন, ওয়েষ্টার্ণ অষ্ট্রেলীয়াতে ১৪ জন, তাসমানিয়াতে ৪ জন, নর্দার্ণ টেরিটোরিতে ১০ জন আর কুইন্সল্যান্ডে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩,০১২ টি।

অষ্ট্রেলীয়াতে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,০৯৫ জন, মোট মারা গেছে ৯০৮ জন যার মধ্যে নিউ সাউথ ওয়ালসে ৫৩ জন, ভিক্টোরিয়াতে ৮২০ জন, ওয়েস্টার্ণ অষ্ট্রেলীয়াতে ৯ জন, তাসমানিয়াতে ১৩ জন, কুইন্সল্যান্ডে ৬ জন, ক্যানবেরাতে ৩ জন।

অষ্ট্রেলীয়াতে এই পর্যন্ত মোট করোনা টেষ্ট করা হয়েছে ১০,৫০২,৮৬৭ জন যার ১% এর কম পজেটিভ রেজাল্ট এসেছে।

2021-03-04 07:33:58

2021-03-03 20:33:58

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *