গণতন্ত্রহীন বাংলাদেশে নারীরা কোথাও নিরাপদ নয় : মাহমুদুর রহমান মান্না

গণতন্ত্রহীন রাষ্ট্রে আজ নারীরা কোথাও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়।

সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যর্থ। পথে যারা চলে, তারা নিরাপদ নয়। আর আমাদের জীবন তো এমনিতেই নিরাপদ নয়। একদিকে করোনা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।

রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত দেশব্যাপী নারী নির্যাতন : কোন পথে বাংলাদেশ? শীর্ষক নাগরিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা বলেন।

মান্না বলেন, এমসি কলেজে নারী ধর্ষণের দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? বছরের পর বছর অবৈধভাবে এরা ক্যাম্পাসে থাকে কীভাবে? তাদের শক্তির উৎস কী? ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *