গণতন্ত্রকে হত্যা করে হিটলারি কায়দায় দেশ চালাচ্ছে মোদি সরকার: মমতা

কৃষি বিল থেকে সাংসদ বহিষ্কার, জিএসটির প্রাপ্য থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো, একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন্দ্র হিটলারি কায়দায় সরকার চালাচ্ছে বলে তীব্র সমালোচনা করে মমতার হুঁ’শিয়ারি, দেশজুড়ে আন্দোলন গড়ে উঠবে। বাংলা গোটা দেশকে পথ দেখাবে।

কৃষি বিল ও সাংসদদের বহিষ্কারের বিরোধিতা করে আন্দোলনে নামছে তৃণমূল বলেও জানিয়ে দিলেন নেত্রী। এদিন নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কৃষি বিলের তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ভুঁইফোড়-জোতদারদের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছে কেন্দ্র। চাষিদের ভবিষ্যৎ নষ্ট করছে। কেন্দ্রকে মজুতদার কালোবাজারির সরকার বলে কটাক্ষ করে মমতা আশঙ্কা প্রকাশ করেন, দেশে এবার খাদ্যের দুর্ভিক্ষ আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারকে সরাসরি তাঁর প্রশ্ন, চাষিদের জন্য কী করেছেন? কেউ কেউ দাবি করছেন, তাঁরাও কৃষক। কোনওদিনও লাঙল দিয়ে দেখেছেন? কৃষি বিলের সমর্থনে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নিজেকে কৃষক বলে দাবি করেছিলেন।

এদিন নাম না করেই তাঁকে কটাক্ষ করে মমতার শ্লেষ, কেঁচো ধরতে পারে না, অজগর ধরতে এসেছে! প্রসঙ্গত, কৃষি বিল নিয়ে বিরোধিতা করায় রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ আটজনকে সোমবার দিনের শুরুতেই বহিষ্কার করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরই টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। গত রবিবারকে ব্ল্যাক সানডে বলে উল্লেখ করে সাংবাদিক বৈঠক থেকে সাংসদদের উদ্দেশে তাঁর বার্তা, আপনাদের নিয়ে আমি গর্বিত, আপনাদের পাশে আছি। এ বিষয়ে বিজেপির সমালোচনা করে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, সংসদীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। হিটলারি কায়দায় দেশ চলছে। এরপরই বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক দেন মমতা। দেশজুড়ে আন্দোলন শুরুর কথা বলেন।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *