ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগের ঝুলানো তালা ভেঙে, কক্ষটি খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ‘জঙ্গিবাদ উসকে দেওয়ার অভিযোগ’ এনে বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের ১২৩ নং কক্ষটিতে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কক্ষটি আইন বিভাগের চেয়ারম্যানের কার্যালয়।
সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের সেই ঝুলানো তালা খুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। এসময় দরজার আশপাশে লাগানো পোস্টারগুলোও সরিয়ে ফেলেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, এটি বিভাগের প্রশাসনিক কক্ষ। ছাত্র-শিক্ষক সকলেরই কাজের ক্ষেত্র। কারও ব্যক্তিগত কক্ষ নয়।
চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ থাকার বিষয়টি জেনে আমরা তাৎক্ষণিক ভাবে আলোচনা করে, তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আশপাশে যেসব পোস্টার ছিল, সেগুলোও অপসরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আমরা সবার থেকে সহনশীল, সংবেদনশীল ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করি।
2021-09-01 18:32:28
2021-09-01 08:32:28