খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন সরকার মনে করে না

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর। উত্তরার নিজ বাসা থেকে অনলাইনে সিলেটে ‘এমএ হক স্বাস্থ্যসেবা’ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। মাত্র ছয় মাস মামলার কার্যক্রম স্থগিত করে তাকে বাসায় রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে তাকে (খালেদা জিয়া) বলা হয়েছে যে, তিনি চিকিৎসার জন্য যেতে পারবেন না। অথচ তার চিকিৎসাটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। খালেদা জিয়ার উন্নত মানের চিকিৎসার ব্যাপারে সরকার নিশ্চুপ, বিএনপিও নিশ্চুপ, দুর্ভাগ্য খালেদা জিয়ার।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *